মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিণহাটি এলাকায় বুধবার সকাল দশটায় যৌতুকলোভী স্বামী কর্তৃক বটি দিয়ে স্ত্রী মামনি আক্তার (২৪) কে জবাই করার ঘটনা ঘটেছে। পুলিশের ৩ ঘন্টার চেষ্টায় আটক হয়েছে ঘাতক স্বামী রুবেল (৩০)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে হরিণহাটি এলাকার জংসের আলীর বাড়ির ভাড়াটিয়া রুবেল হোসেন(৩০) এবং তার স্ত্রী মামনি আক্তারের মধ্যে চুলার ঘরে রান্নার সময় ঝগড়া হয়। পরে অন্যান্য ভাড়াটিয়া ডিউটিতে চলে গেলে রুমের দরজা বন্ধ করে দিয়ে ঘাতক রুবেল মাছ কাটার বটি দিয়ে মামনি আক্তারের হাতে এবং গলায় কোপাতে থাকে। এক পর্যায়ে তাকে জবাই করে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় মামনি ডাক চিৎকার করলেও ওই বাসার সকল ভাড়াটিয়া ডিউটিতে থাকায় কেউ এগিয়ে আসেনি। জবাই করার পরে ঘাতক রুবেল তার শ্বশুরকে মোবাইল ফোনে জানায় যে, সে মামনিকে জবাই করেছে। ঘটনা কালিয়াকৈর থানা পুলিশকে জানালে পুলিশ এসে রুবেলকে দরজা খুলতে বলে। এ সময় রুবেল জানায় যে, সে তার স্ত্রীকে হত্যা করেছে । সে দরজা খুলতে অস্বীকৃতি জানায়। পুলিশ ঘরের সিলিংয়ের উপর দিয়ে ঢোকার চেষ্টা করলে সে নিজের গলায় বটি ধরে আত্নহত্যার চেষ্টা করে। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এসময় কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। আড়াই ঘন্টা চেষ্টার পরও সে ঘরের দরজা খুলতে অস্বীকার করে। এসময় সে জানায় মিডিয়ার লোকজন আসলে ঘরের দরজা খুলবে। পরে সাংবাদিকরা এসে তাকে দরজা খোলার অনুরোধ করলেও সে দরজা খোলেনি। এরপর কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর আলী খান এসে তাকে দরজা খোলার অনুরোধ জানান। সে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানায় যে, সে ইয়াবা এবং গাঁজা সেবন করলেও নেশাখোর নয়। বারবার তাগিদ দেওয়ার পরে প্রায় তিন ঘন্টা পরে বেলা বারটার দিকে সে দরজা খুলে দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘাতক রুবেলের বোনের স্বামী গার্মেন্টস কর্মী শাহারুল ইষলাম জানায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের শামছুল হকের মেয়ে মামনি আক্তার (২৪) এর সাথে তার মামাতো ভাই একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে রুবেল হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। রুবেলের যৌতুকলোভী বাবা মা বিষয়টি সহজে মেনে নিতে না পারায় পরে পার্শ্ববর্তি পলাশবাড়ি উপজেলায় রুবেলকে আরেকটি বিয়ে করায়। প্রথম স্ত্রীর আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর চাপে রুবেল দ্বিতীয় স্ত্রীকে তালাক দিলে তার বাবা রুবেলের নামে মামলা দায়ের করে। রুবেল তার প্রথম স্ত্রী মামনিকে নিয়ে কালিয়াকৈরের হরিণহাটি এলাকায় এসে দুজনই পোষাক কারখানায় চাকুরী নেয়। মামনি এ্যাপেক্স ল্যাঞ্জারী গার্মেন্টেসে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিল। রুবেল মাদকাসক্ত হয়ে পড়ায় চাকুরী হারিয়ে বেকার হয়ে যায়। সে মাদকের টাকার জন্য প্রায়ই মামনিকে মারধর করত। বুধবার সকালেও মাদকের টাকার জন্য মামনির সাধে ঝগড়া বাধে। মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানালে সে মামনিকে জবাই করে হত্যা করে।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের ছোট ভাই রাশিদুল হাসান বাড়ি থেকে রওনা হয়েছে। সে বাদী হয়ে মামলা করবে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮