
স্টাফ রিপোর্টার।।
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশ থেকে মো.ফরিদুল ইসলাম আকন্দ নামে এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে সলঙ্গা থানার পাটধারী এলাকার পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ফরিদুল ইসলাম আকন্দ নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও খোকা আকন্দের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এলাকার লোকজন ঢাকা-পাবনা মহাসড়কের পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা মৃতদেহ করি। পুলিশ ছাড়াও ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই উপস্থিত ছিল।’
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে তাকে হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।
ওই ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানান ওসি