
রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮ টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার। তিনি মার্কেটিং বিভাগের (২০১৭-১৮) সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাসা দিনাজপুর জেলার বিরল উপজেলায়।
হলের আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থীর রুম নম্বর ৩৫৪। এটি হাবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের পূর্বপাশ। কিন্তু তিনি একই ব্লকের একদম পশ্চিম পারের নিচে পরে যায়। পরে কয়েকজন শিক্ষার্থী মিলে তাকে মেডিকেলে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আহত শিক্ষার্থী রামেক হাসপাতালে মারা গেছে। এটির জন্য একটি অপমৃত্যু মামলা হবে।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ হবিবর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, আমি এ ঘটনা শোনার সাথে সাথে প্রক্টরসহ মেডিকেলে এসেছি। কিভাবে এটা ঘটলো বা কিভাবে সে ছাদ থেকে পড়লো এ বিষয়ে আমি কিছু জানি না।