মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
শুক্রবার গাজীপুর মহানগর সদর থানার দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।
আটককৃতরা হলেন গাজীপুর মহানগর বাসন থানার বাড়িয়ালী এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও বারবৈকা এলাকার তোফায়েল আহমেদের ছেলে মনির হোসেন (২৮)।
পুলিশ ও স্হানীয়রা জানান, শুক্রবার দুপুরে ৪-৫ যুবক মহানগরীর টেকনগপাড়া এলাকার রাস্তা থেকে এক কিশোরী (১৬) ও তার ছোটভাইকে তুলে পার্শ্ববর্তী দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যান। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে কিশোরীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন যুবকরা।
যুবকদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে কিশোরী কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে পার্শ্ববর্তী আসাদ নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনার পর যুবকরা পালিয়ে যাওয়ার সময় জসিম ও মনির নামের দুজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসী। এ সময় নাসিম ও জাহেদুলসহ অপর তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ধর্ষণের শিকার কিশোরীর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায়। সে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করে। শুক্রবার সকালে ছোটভাইকে সঙ্গে নিয়ে টেকনগপাড়া এলাকার এক বান্ধবীর বাসায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত)মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিম ও আটকরা পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। ভিকটিমের মা বাদী হয়ে রাতে থানায় মামলা করেছেন। পলাতক অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮