
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী যুব সমাজের প্রিয়মুখ ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদের চশমা প্রতীকের সমর্থনে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চিলাউড়া বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর রোববার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহ আহমদ।
প্রবীণ মুরব্বি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও তরুণ সমাজকর্মী জিসান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজসেবক শাহানুর আহমদ শানুর, ফয়জুল হক, হুমায়ুন কবির প্রমূখ। বৈঠকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহ আহমদ তার চশমা প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনতা অংশ গ্রহণ করেন।