বরিশাল ব্যুরো ॥
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন সুমন হাওলাদার (৩৫)। মুমূর্ষ অবস্থায় সুমনকে ঢাকায় নেয়ার পথে শনিবার রাতে সে মারা যায়।
নিহত সুমন জেলার গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে। সে বিল্বগ্রাম বাজারের ইলেকট্রিক মেকার ছিলো।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, পুকুর থেকে পানি নামানো নিয়ে শুক্রবার সকালে একই বাড়ির চাচাতো ভাই জাফর হাওলাদার, হেলাল হাওলাদার ও ইদ্রিস হাওলাদারের সাথে বাগ্বিতন্ডার একপর্যায়ে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন রক্তাক্ত জখম হয়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। শনিবার বিকেলে সুমনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাতে যাত্রাবাড়ী এলাকায় বসে সুমন মারা যায়। রাতেই লাশ নিয়ে গৌরনদী মডেল থানায় আসে নিহতের স্বজনরা।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮