
রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ‘উস্কানিমূলক’ বক্তব্য দেওয়ায় রাজশাহী-২ আসনের এমপি ফজলে হাসান বাদশার কুশপত্তলিকা দাহ করেছে রাবি শিক্ষার্থীরা। রবিবার (২২ অক্টোবর) দুপুর একটায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনে বাদশার কুশপত্তলিকা দাহ করেন তারা।
এর আগে, শনিবার (২২ অক্টোবর) রামেক ইন্টার্ন চিকিৎসক কর্তৃক আয়োজিত মানববন্ধনে ফজলে হোসেন বাদশা বলেন, ‘আমরা হাসপাতালের পক্ষ থেকে বলতে চাই। এটা প্রমাণিত যে ছেলেটি মারা গেছে শাহরিয়ার তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে পালস তার ছিল না এটা প্রমাণিত হয়ে গেছে। আর এর জন্য কোনো ডাক্তারদের আর নতুন সার্টিফিকেট দরকার নাই। হত্যা করে আপনারা এনেছিলেন। আর পরিবারকে হুমকি দিয়ে আপনারা ডেড নিয়ে গেছেন। ইউথ আউট পোস্টমার্টেম। আমরা হাসপাতালের পক্ষ থেকে মামলা দায়ের করেছি। আমরা চাই যে পোস্টমার্টেম হোক। কবর থেকে ডেটবডি তুলে পোস্টমার্টেম করা হোক।’
ফজলে হাসান বাদশার কুশপত্তলিকায় আগুন জালানোর সময় বিভিন্ন স্লোগান দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘বাদশার দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘বলদ বাদশার চামড়া, তুলে নিবো আমরা’, সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করেন শিক্ষার্থীরা।
অন্যদিকে একই দিন বেলা ১১ টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) এর অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু, ইন্টার্ন ডাক্তার কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, হত্যাচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা এক মানববন্ধন করে।