
বরিশাল ব্যুরো ॥
অপহরণের ২১ মাস পর জেলার গৌরনদী উপজেলার বছার গ্রামের দশম শ্রেণীর ছাত্রীকে (১৬) ঢাকার মিরপুর-১০ নাম্বার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী সুশান্ত শিয়ালীকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ রেদোয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় মিরপুর-১০ নাম্বার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুশান্ত শিয়ালীকে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে ও স্কুল ছাত্রীকে ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআই আরো জানান, উপজেলার বছার গ্রামের দশম শ্রেণীর ওই ছাত্রীকে ২০২১ সালের ২৩ জানুয়ারি সকালে বখাটে সুশান্ত শিয়ালীর নেতৃত্বে তার ৮/১০ সহযোগিরা জোরপূর্বক থ্রি হুইলারে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের মা বাদি হয়ে চার জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।