
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
দেশের অন্যান্য সেতুর সাথে আগামী ২৯ অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নব-নির্মিত রাণীগঞ্জ সেতু উদ্বোধন হওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতু উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছিলেন।
তবে সিত্রাং নামক দুর্যোগের কারণে আপাতত সেতু উদ্বোধন হচ্ছে না বলে ২৬ অক্টোবর বুধবার রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম ও রাণীগঞ্জ সেতু নির্মাণকারী সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী
প্রকৌশলী মাসুম আহমদ সিদ্দিকী জানান। তারা আরো জানান, পরবর্তীতে সেতু উদ্বোধনের তারিখ সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে।