
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের পরিকল্পনা ও প্রচেষ্ঠায় পৌর শহরকে সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়। এতে অনেকটা নিরাপদ হয় শহর।
এর মধ্যে গত ১৬ অক্টোবর পৌর শহরের ইকড়ছই গ্রামের কামাল হোসেনের ছেলে স্থানীয় আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র সালমান হোসেনের বাইসাইকেল হারিয়ে যায়।
বিষয়টি জানতে পেরে সিসি টিভির ফুটেজ দেখে হারিয়ে যাওয়া বাইসাইকেলটি উদ্ধার করে ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় স্কুল ছাত্রকে ফিরিয়ে দিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার। এ সময় হারানো বাইসাইকেলটি ফিরে পেয়ে বেজায় খুশি হন স্কুলছাত্র সালমান হোসেন।