"শেকড়ের টানে পাশে এসো বন্ধু" ছোট হলেও‘বন্ধু’ শব্দটার পরিধি এত বিস্তৃত যে তার পরিমাপ করা যায় না । ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা।
সেই স্কুল জীবনে লাটিম-নাটাই হাতে নিয়ে মাঠ-ঘাট, বই খাতা কাঁধে চেপে সেই প্রাইমারি স্কুল, দুষ্টুমির সেই স্কুলের বারান্দা, স্যারদের হাতে ইচ্ছে করে মাইর খাওয়ানো আবার সেই হাতে ভাগ করে একই বক্সের টিফিন খাওয়া, বন্ধুত্বের সূচনাটা এভাবে হলেও সম্পর্কের দৃঢ়তা বেড়েছে, অন্যভাবে।
প্রাইমারির গণ্ডি পেরিয়ে মাধ্যমিক নতুন বন্ধু , উচ্চ মাধ্যমিকে আবার, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতেও অনেক নাম না জানা মানুষের সঙ্গে বন্ধুত্বের আর্বিভাব হয় আমাদের। কেউবা জীবনের তাগিদে,কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে। এভাবে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মনের সেই টানটা রয়েই গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্ল্যাটফর্মে থাকতে পারি এই প্রত্যয়।
এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো ২০০১ সালের এসএসসি ব্যাচের বন্ধুত্বর মিলন মেলা।
শুক্রবার ২৮ অক্টোবর অনুষ্ঠিত হলো "ক্লাসরুম ফেসবুক" গ্রুপটির ৩য় বর্ষপূর্তি। বসুন্ধরা কনভেনশন সেন্টারে সকাল থেকে রাত পর্যন্ত চলে এ জমকালো অনুষ্ঠান। সামাজিক এই যোগাযোগ মাধ্যম গ্রুপটিতে রয়েছে প্রায় ৪০০০ জন সদস্য ।
কেক কাটা,পরিচিতি বিনিময়, দোয়া, ও নাচ গানে মুখরিত হয়ে উঠে এ আয়োজন ।
এসময় দেশ বিদেশে থাকা সকল বন্ধুর পারস্পারিক সহযোগিতা, সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন রেখে দেশ ও জাতির মঙ্গল কামনায় ঐক্যবদ্ধর ঘোষণা দেওয়া হয় ।
মোঃ ফাহিম এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাবের আইন ও গন মাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সংগীতশিল্পী হিসেবে ছিলেন গীতিকার তাহসান, ঐশী, ও রাফেল মোরছালিন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮