তজুমদ্দিন ভোলা প্রতিনধি।।
ভোলার তজুমদ্দিনের চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের নির্দেশে এসব অভিযোগের তদন্ত করে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবেদন মাউশি-তে প্রেরণ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলমগীরের বিরুদ্ধে শিক্ষার্থীদের জোড়পূর্বক প্রাইভেট পড়তে বাধ্য করা এবং কোন অফিস আদেশ ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানার নামে টাকা আদায়ের লিখিত অভিযোগ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, তার কাছে প্রাইভেট পড়তে না আসলে ক্লাসে বেত্রাঘাতে নির্যাতন ও পরীক্ষায় ফেল করানোর হুমকিও প্রদান করেছেন তিনি।
এমন অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন উপজেলা নির্বাহি কর্মকর্তার পরামর্শে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য বলেন। পরে প্রধান শিক্ষক বিগত ওই বিদ্যালয়ের তিন শিক্ষককের সমন্বয়ে ছয়টি অভিযোগের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দেন। পরে তদন্ত কমিটি ঘটনার সত্যতা জানিয়ে গত ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বিষয়ে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য গত ২ অক্টোবর বিষয়টি মাউশি-কে লিখিতভাবে জানান।
এবিষয়ে প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন জানান, অত্র বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর কারন দর্শানোর জবাবে তিনি অনৈতিকভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়সহ একাধীক অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তদন্ত কমিটিও এসব অভিযোগের সত্যতা পেয়েছে। তাই, তদন্ত প্রতিবেদনের আলোকেই বিষয়টি পরবর্তি ব্যবস্থা গ্রহনের জন্য মাইশিতে প্রতিবেদন পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮