মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা সমবায় অফিসার সাবিরা খান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও বিভিন্ন সমবায় - সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।ৃ
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮