জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
মানুষে মানুষে প্রেম সর্বদাই দেখা যা
য়। তবে পশু-পাখির প্রেম তেমন একটা দেখা যায় না। তা রীতিমতো দুর্লভ। এমনই এক দুর্লভ প্রেম কাহিনীর চিত্র ধরা পড়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরে। উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম এলাকায় প্রধান সড়কের পাশে হাওর রয়েছে। এ হাওরে প্রায়ই দেখা যায় গরুর সাথে বক রয়েছে। প্রথমে মনে হয়েছিল কারো পালিত গরু ও বক। আসলে তা নয়। গরুটি কোন গৃহস্তের পালিত হলেও বকটি বনের।
৬ নভেম্বর রোববার প্রায় ঘন্টা ব্যাপী প্রধান সড়ক থেকে গরু ও বকের প্রেমলীলা অবলোকন করেন পথচারী অনেকে। গরুটি পানিতে নেমে ও শুকনোয় উঠে বিভিন্ন স্থানে গিয়ে ঘাস খাচ্ছিল। যেখানে গরু যায়, সেখানেই বক তার সাথে আছে। কখনো গরুর পিঠে, কখনো শিংয়ে, কখনো গলায়, কখনো সামনে, কখনো পিছনে, ঠিক এভাবেই সারাক্ষণ বক রয়েছে। প্রায় ঘন্টা খানেক সময়ের মধ্যে একবারের জন্যও গরুকে ছেড়ে উড়ে যায়নি বক। ছোট এই বক পাখিটি গরুর চারদিকে ঘুরে ঘুরে রীতমতো প্রেম নিবেদন করছে। জবাবে গরুটিও কখনো বককে ভয় দেখায়নি। গরু যদি একবার ভয় দেখাতো, তাহলে হয়তো বক পাখিটি উড়ে চলে যেত। কিন্তু তা করেনি। বরং বকের ছোঁয়ায় হয়তো গরুটিও মুগ্ধ। এমন দৃশ্য পথচারী সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছে। পশু-পাখির প্রেমে এতো আত্মবিশ্বাস। ছোট বকটি বিশ্বাস করে গরু তাকে আঘাত করবে না। সাইজে অনেক বড় হলেও গরুটিও ছোট সেই বক পাখির বিশ্বাসের মর্যাদা দিয়েছে। যদিও মানুষের প্রেমের বেলায় বিশ্বাসের অনেক ঘাটতি রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮