বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়াশাচ্ছন্ন শীতকে আনুষ্ঠানিকভাবে ভিন্ন ধর্মী "কুহেলিকা সম্ভাষণ" নামক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের 'নিউ মার্কেট' নামক স্থানে এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিকালে র্যালির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানটি নাচ, গান,অভিনয়সহ কয়েকটি পর্বে সাজানো হয়।
অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক শাড়ি ও পাঞ্জাবি পড়ে অধিকাংশ শিক্ষার্থীরা উপস্থিত হয়ে আনন্দমুখর ও সাফল্যমন্ডিত করেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিভাগের শিক্ষার্থী সানজানা বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই একটি নিজস্ব সংস্কৃতি থাকে, তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়েও ধীরে ধীরে নিজস্ব সংস্কৃতি গড়ে উঠছে এট আমাদের জন্য খুবই আনন্দের।
"কুহেলিকা সম্ভাষণের" আহ্বায়ক শফিকুর রহমান বলেন, "কুহেলিকা শব্দের অর্থ কুয়াশা আর সম্ভাষণ অর্থ স্বাগত জানানো"। অর্থাৎ " কুহেলিকা সম্ভাষণ" বলতে আমরা শীতকে বরণ করে নেওয়া বুঝিয়েছি। আমাদের নিজস্ব সংস্কৃতি হিসেবে আমরা এবার একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন,শীতকে বরণ করে নেওয়ার জন্যই মুলত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধু পহেলা বৈশাখ উৎসবটি উদযাপন করা হতো, কিন্তু এবার প্রথমবারের মতো "কুহেলিকা সম্ভাষণ" নামে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। পরবর্তীতে বাঙালি সংস্কৃতি ধরে রাখতে আরো এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮