মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা -নবীনগর মহা-সড়কের ওয়ালটন কারখানার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই সহোদর ভাই নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে চন্দ্রা নবীনগর ওয়ালটন কারখানার সামনে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো, উপজেলার হরিণহাটি এলাকার আবদুস সালামের ছেলে আলামিন (৩২) ও অনিক হোসেন (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার হরিণহাটি এলাকা থেকে বড় ভাই আলামিন ও ছোট ভাই অনিক দুজনে মিলে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে বের হন। ঢাকায় কাজ শেষ করে দুপুরের দিকে বাসার উদ্দেশে রওনা দিয়ে উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন মাইক্রোটেক কারখানার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা লাগে।এ সময় মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে আলামিন নিহত হয়। স্থানীয়রা ছোট ভাই অনিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়,বড় ভাই আলামিন দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। করোনাকালীন সময়ে দেশে এসে ব্যবসা পরিচালনা করতেন। পুনরায় সে সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট ভাই অনিক স্থানীয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন। তারা দুই ভাই মিলে পারিবারিক কাজে ঢাকা গিয়েছিলেন। সহোদর দুই ভাইয়ের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে এলাকায় এক সুকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কান্না ও আহাজারীতে আকাশ যেন ভারি হয়ে ওঠে।
সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই কভার্ডভ্যানটি পালিয়ে যায় । তবে ঘঠনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮