জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। প্রতি বছরের মতো এবারো উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রাম এলাকার বড় বিলে পলো দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা হয়েছে।
১২ নভেম্বর শনিবার দুপুরে স্থানীয় শ্রীরামসি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের শতশত সৌখিন শিকারি রীতিমতো প্রতিযোগিতা করে পলো দিয়ে মাছ ধরেন।
এতে কমবেশি মাছ পেয়ে সবাই বেজায় খুশি হন। এ সময় পলো বাওয়া উৎসব দেখতে বিল পাড়ে উৎসুক জনতা ভীড় জমান। এ যেন গ্রাম বাংলার চিরচেনা রূপ। যা গ্রাম-গঞ্জের ইতিহাসকে যুগযুগ ধরে সমৃদ্ধ করেছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮