
স্টাফ রিপোর্টার ভোলা।।
১৯৭০ সালের ভয়াল ১২ নভেম্বর ঘূর্ণিঝড় ভোলা সাইক্লোন ( গোর্কির ) স্মরণে ভোলায় সিপিপি সেচ্ছাসেবক সমাবেশ ‘শোক থেকে শক্তি’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২-১১-২২ তারিখ সকালেভোলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্বব্যাংক এর অর্থায়নে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রালয় এবং জেলা
প্রশাসনের আয়োজনে সমাবেশে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব শিখা সরকার।
সমাবেশে আমন্ত্রিত অতিথিরা ভয়াল ১২ নভেম্বরের স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ শেষে সিপিপি সাংস্কৃতিক ইউনিট কর্তৃক পালাগান “শোক থেকে শক্তি” অনুষ্ঠিত হয়েছে।এর পরপরই সিপিপির পরিচলিত বহুমাত্রিক দূর্যোগ মহড়া ও প্রবীণ সিপিপি সেচ্ছাসেবকদের সম্নাননা প্রদান করা হয়। এসময় সিপিপি,
রেডক্রিসেন্ট এর সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভয়াল ১২ নভেম্বর ১৯৭০ সালের এদিনে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ভোলা সাইক্লোন (গোর্কির) আঘাতে দক্ষিণাঞ্চলের ৪ লাখেরও বেশি ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, নিশ্চিহ্ন হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ হয় প্রায় ৩৬ লাখ মানুষ। ভোলার মনপুরা, চর নিজাম, ঢালচর, কুকরি-মুকরিসহ পুরো এলাকা পরিণত হয়েছিলো মৃত্যুপুরীতে। শুধু ভোলাতেই মৃত্যু হয় প্রায় পাঁচ লাখ মানুষ।
ঘটনার ৫২ বছর পরও সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারছে না দক্ষিণ জনপদের ক্ষতিগ্রস্থ মানুষের।