কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি ।।
নওগাঁ জেলা শিল্পকলা একাডেমী ২০২১ ও ২০২২ বছরের গুনিজন সন্মাননা প্রদান করেছে।
রবিবার সন্ধ্যায় নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম ও জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।
অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ বছরের জন্য বিভিন্ন মাধ্যমে ৯ জন গুনি শিল্পীকে এবং ১টি সন্মানা দেয়া হয়।
সন্মাননা প্রাপ্ত গুনি শিল্পীরা হলেন কন্ঠ সঙ্গীতে আবু হেনা মোস্তফা কামাল ও সাধবী তরণী দাস, যন্ত্রসঙ্গীতে মো: আব্দুল গফুর কাজী ও জালাল আহম্মেদ, যাত্রা শিল্পে সন্তোষ কুমার দাস, লোক সংস্কৃতিতে মো: বাবুল হোসেন বাবু ও রেবতী সাহা, নাট্যকলা বিভাগে মো: রফিকুল ইসলাম এবং সাংস্কৃতিক গবেষক হিসেবে আতাউল হক সিদ্দিকী।
সন্মাননাপ্রাপ্ত সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হচ্ছে নওগাঁ বাউল।
সন্মাননাপ্রাপ্ত গুনি শিল্পীকে ১০ হাজার টাকার চেক, সন্মাননা মেডেল, উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছাসহ সন্মানা জানানো হয়।
পরে একটি সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮