বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচ গত ১৪ ই নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয়।
খেলার শেষার্ধে পবিপ্রবি একটা গোল দেয় কিন্তু দর্শকরা সেটা অফসাইড হয়েছে বলে গণ্য করেন। কিন্তু রেফারি তা অফসাইড না ধরে গোল হয়েছে বলে ঘোষণা দেন।
এ বিষয়ে বশেমুরবিপ্রবির ফুটবল প্লেয়ার মামুন বলেন-"হোষ্টদের ব্যর্থতা তারা সুন্দর করে খেলা পরিচালনা করতে পারেনি। এইসব ডি গ্রেডের টুর্নামেন্ট বর্জন করা উচিৎ"
ওই ম্যাচের খেলোয়াড় রাসেল বলেন,"আমাদের একটা বল গোল লাইনের বাইরে চলে গেছিলো কিন্তু ওদের দর্শক বা স্টুডেন্ট হাত দিয়া ভেতরে ঢুকাই দিছিলো। সেই বল থেকে ওরা কর্ণার পাইছিলো কিন্তু কর্ণার ক্লিয়ার করে দিছিলো আমাদের ডিফেন্স। তারপর ওরা দুইটা প্লেয়ার অফসাইডে ছিলো, অফসাইডে থাকার পরে রাইস ম্যান কল না দিয়েও গোলের দিকে দেখায়। পরে তারা গোলে শ্যুট করে গোল দিয়ে দেয়। আর অধিকাংশ সময় আমাদের বিরুদ্ধে ডিসিশন দিচ্ছিলো রাইস ম্যান ও রেফারি। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া কমিটি আছে তারা চাইলে একটা লিখিত অভিযোগ দিতে পারে আর না দিলে তো কিছু করার নাই আমাদের।"
বশেমুরবিপ্রবির ক্রীড়া শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-"মুলত একটা গোল সবাই বলছিলো ওইটা অফসাইড কিন্তু রেফারি ওইটা অফসাইড ধরে নাই। তবে খেলার সুষ্ঠু পরিবেশ ছিলো দর্শকরাও ছিলো।আন্তঃবিশ্ববিদ্যালয় খেলায় এতটুকু হয় এটা স্বাভাবিক। সব জায়গায়ই হোস্টিং এই সুবিধাটা পায়। এটা ভয়ংকর দূর্নীতির মতো কিছু না। আমরা যদি কন্টিনিউ যাইতাম তাহলে আমাদের সহ্য হয়ে যেত কিন্তু এখানেতো আমরা পাঁচ ছয় বছর পরে গেছি তাই এটা মেনে নিতে আমাদেরও কষ্ট হয়।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮