রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমুদ্র আইন বিষয়ক বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক হাবিবুর রহমান মারা গেছেন। তিনি এল.এল.এম এর শিক্ষার্থীদের সমুদ্র আইন বিষয়ে পড়াতেন।
গত মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ১১টায় রাজশাহীর কাজলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাসিবুল আলম প্রধান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, স্যার গত রাত এগারোটার দিকে রাজশাহীতে তার নিজ বাসভবনে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। স্যার খুবই মেধাবী এবং জনপ্রিয় শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম একজন সমুদ্র আইন বিশেষজ্ঞ। অবসর গ্রহণের পর থেকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে তিনি আমাদের এল.এল.এম এর শিক্ষার্থীদের সমুদ্র আইন পড়াতেন। স্যারকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে বগুড়ার ধুনটে পারিবারিক কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত হয়।
হাবিবুর রহমান আইন অনুষদের সাবেক ডিন এবং আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি কিছু প্রভাবশালী বইয়ের লেখকও ছিলেন এবং আন্তর্জাতিক আইন ও মুসলিম উত্তরাধিকার উভয় বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮