রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগে একটি বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণে একজন মৃত্যু হয়েছে। নিহতর নাম মোঃ মোজাম্মেল হক(২০)। এসময় আজাদ,আরিফ সহ ৫ শ্রমিক আহত হয়েছে বলে জানাযায়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে মোজাম্মেল,আজাদ,আরিফসহ ৬ জন শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। পরে রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহত ৫ জনকে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আজাদ ও আরিফের অবস্থা আশংকাজনক।
কারখানার শ্রমিক আজহার জানান,নিহত মোজাম্মেল হক আগে রানী কুইন নামের এই বেকারীতে চাকুরী করতেন। গত কয়েকদিন আগে তিনি অন্য একটি বেকারীতে চাকরি পান। দূর্ঘটনার দিন মোজাম্মেল পূর্বের কর্মস্থলে থাকা অন্য শ্রমিকদের সঙ্গে দেখা করতে আসেন। এসময় হঠাৎ রুমে থাকা ইলেকট্রিক মাইক্রোওভেন বিস্ফোরিত হয়। এতে আতংকিত হয়ে পড়ে কারখানার সকল শ্রমিকরা। ওভেনের পাশে থাকা মোজাম্মেলসহ ৬ শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের চিৎকারে আমরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে।
নিহত মোজাম্মেলের গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জে। তিনি বর্তমানে কদমতলী থানার মোহাম্মাদবাগ এলাকাতে থাকতেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮