রাজধানীর খিলগাঁওয়ে ফ্লাইওভারে ট্রাক চাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহতরা হলেন, মো. জজ মিয়া (৩৬) আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)।
শুক্রবার (১৮ নভেম্বর) গভির রাতে এই দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম বলেন,নিহতরা মুগদা এলাকায় থাকত এবং তিনজন বন্ধু
দূর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। পথযাত্রীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।উদ্ধারকারী এক পথচারী জানান,তারা তিনজন একটি মটর সাইকেলে খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিন জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮