
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ত্রি -বার্ষিক সম্মেলন -২০২২ খ্রিঃ, রোববার (২৭ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফ হোসেন খোকন, সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি নির্বাচিত হয়েছেন। দৈনিক ইত্তেফাক পত্রিকার কালিয়াকৈর সংবাদদাতা আরিফ হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খাঁন। সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সারোয়ার আলম, বি.আর.ডি.বি অফিসার মো.আব্দুস সাত্তার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো.শাহজাহান মিয়া প্রমুখ।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন,
সহ-সভাপতি মো. ইউনুস আলী ও মো.আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান ,সাংগঠনিক সম্পাদক
দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব আল আরাফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জিল্লুর রহমান, অর্থ সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মো.আমিনুল ইসলাম, ধর্মীয় সম্পাদক মো. মীর সোহেল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. মনিরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আজহারুল ইসলাম লিখন, মানব সম্পদ সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সাহিত্য সম্পাদক মো.আবু হানিফ হীরা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মহসিন উজ্জামান দুর্জয়, নির্বাহী সদস্য মো.আফজাল হোসেন ও মো. মনিরুজ্জামান মনির।

















