
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে বিপুল পরিমাণ হেরোইনসহ দুজন মাদক কারবারি আটক করেছে র্যাব ১০। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা।
গত সোমবার (২৮ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন মুসলিম নগর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২০০ (দুইশত) গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের নাম সেবেদ আলী (৫৩) ও আয়েশা খাতুন (৪৫) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১,১৪,০০০/-(এক লক্ষ চৌদ্দ হাজার) টাকা জব্দ করা হয়।
র্যাব ১০’র কম্পানী কমান্ডার এনায়েত শোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা তাদের দোষ স্বীকার করছে। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।























