
রাজধানীর ডেমরায় হত্যা চেষ্টা মামলার এক বৃদ্ধ স্বাক্ষীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে আসামীরা। আহতের নাম আব্দুল লতিফ ভুইয়া(৭০)। সে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬নং ওয়ার্ড এর ডগাইর পূর্বপাড়ার মৃত মনসুর আলীর ছেলে।
গত ২৪শে নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার থানাধীন আক্তার বানু রোডের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৬ নভেম্বর আহতের মেয়ে মাকসুদা আক্তার বাদি হয়ে কিশোর গ্যাং প্রধান মোঃ শাওন হোসেন (২৬) ও তার সহযোগীসহ অজ্ঞাত ২/৩ জনের নামে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪৭।
বাদী মাকসুদা জানান, অভিযুক্ত শাওনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলার সাক্ষী তার বাবা আব্দুল লতিফ ভুইয়া। এ কারনে শাওন ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় আব্দুল লতিফ ভুইয়াকে সেই মামলার সাক্ষী না দিতে হুমকি ধুমকি প্রদান করেন। কিন্তু লতিফ ভুইয়া তাদের হুমকিকে ভয় না করে কোর্টে সাক্ষী প্রদান করেন।
তার পর থেকেই লতিফ ভুইয়ার উপর হামলা পরিকল্পনা করে অভিযুক্ত শাওন ও তার পরিবারের লোকজন।
এরই ধারাবাহিকতায় গত ২৪শে নভেম্বর সন্ধ্যায় আক্তার বানু মসজিদ রোডে আগে থেকেই ওত পেতে থাকে শাওন ও তার সহযোগীরা। ভিকটিম ঘটনাস্থলে আসার সাথে সাথেই হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায় । অভিযুক্ত শাওনের দায়ের কোপে ভিকটিমের মাথা কেটে যায়। এসময় আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থান উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে হামলাকরীদের ভয়ে লতিফ ভুইয়া ও তার পরিবারের লোকজন আতংঙ্কের মধ্যে রয়েছে। যেকোন সময় সন্ত্রাসীদের আবার হামলার চালাতে পারে।
এ ব্যাপারে ডেমরা থানা অফিসার ইনচার্জ শফিকুর রহমান গন মাধ্যমকে বলেন, অভিযুক্ত শাওন স্থানীয় কিশোর গ্যাং প্রধান। তার বিরুদ্ধে ডেমরা থানায় ৭ এর অধিক মামলা রয়েছে। খুব শীঘ্রই আসামিদের গ্রেফতার করা হবে ।























