
দক্ষিণ কেরাণীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী হত্যা মামলার একমাত্র আসামীকে রাজধানীর কদমতলী থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ স্বাধীন (৩৩) তিনি নিহতর স্বামী। এসময় তার নিকট হতে ১টি মোবাইল ফোন ও ৫২০ (পাঁচশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বুধবার (৩০ নভেম্বর) রাজধানী কদমতলী থানাধীন মাতুয়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত (৩১ জুলাই) দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রয়েছে। মামলা নং- ৯৬। এই মামলায় তিনি একমাত্র পলাতক আসামী।
র্যাব ১০’র কম্পানী কমান্ডার এনায়েত শোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যা কান্ডে জড়িত বলে স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।























