
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে বিস্ফোরক দ্রব্য আইনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো. হেলাল উদ্দিন কে বৃহস্পতিবার ভোররাতে তার নিজ বাড়ি থেকে কালিয়াকৈর থানা পুলিশ গ্রেফতার করেছে। এর আগে পৌর বিএনপি নেতা ও ৮ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা পুলিশ ও বিএনপি দলীয় সুত্র জানায়, কালিয়াকৈর উপজেলার চান্দরাস্থ কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের কেয়ারটেকার আব্দুল মান্নান শেখ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা নং ৩৬ দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর খান, পৌর বিএনপি নেতা ও ৮ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল সহ ১১জনের নাম উল্লেখ করে আরো ১০০-১৫০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান , কালিয়াকৈর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার এজহারভুক্ত আসামী উপজেলা বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন কে গ্রেফতার করা হয়েছে এর আগে একই অভিযোগে পৌর বিএনপি নেতা ও কালিয়াকৈর পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

















