
রাজধানীর রামপুরা থেকে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৩। তিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তার নাম মোঃ সাইফুল ইসলাম ওরফে রিপন (৫০)।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩’র কম্পানী কমান্ডার ফারজানা হক বলেন,গ্রেফতারকৃত আসামী রামপুরা থানার একটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি গ্রেফতার এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। র্যাব গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।























