মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের নিয়োগ পাওয়ায় সিরাজগঞ্জের যমুনা পাড়ে বইছে আনন্দের বন্যা। রোববার (১১ ডিসেম্বর) সকাল থেকে সিরাজগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হচ্ছে। এর আয়োজন করেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আনন্দ উৎসবে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কবির বিন আনোয়ারের বাল্যবন্ধু সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু বলেন, প্রধানমন্ত্রীর কাছে সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কবির বিন আনোয়ারের মতো সৎ ও যোগ্য কর্মকর্তার বাড়ি এ জেলায় হওয়ায় আমরা গর্বিত।
কবির বিন আনোয়ার সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতুর ছেলে। তিনি ১৯৬৪ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তার মা সৈয়দা ইসাবেলা ছিলেন ঐতিহাসিক মুক্তি সংগ্রামের একজন অন্যতম সংগঠক। কবিরের মাতামহ সৈয়দা ইসহাক হোসাইন সিরাজী ছিলেন একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সঙ্গীতজ্ঞ। তিনি বিখ্যাত বাঙালি লেখক ও কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ভাই।
প্রসঙ্গত, কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা। মাঠ প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সরকারের বিভিন্ন দপ্তরসহ তিনি অতিরিক্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (প্রশাসন) পদে কর্মরত ছিলেন। দেশে ও বিদেশে জনমুখী কাজের জন্য বহু পদক ও সম্মাননায় ভূষিত হন কবির বিন আনোয়ার। তিনি আইটিইউ থেকে ২০১৪, ২০১৫, ২০১৭, ২০১৮ সালে ‘ডব্লিউআইএসআইএস’ পুরস্কার পান। এছাড়া ২০১৬ ও ২০১৮ সালে জনপ্রশাসন পদক এবং ২০১৭ সালে ওপেন গ্রুপ অ্যাওয়ার্ড পান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮