মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের এনায়েতপুরে বাড়ির পাশের সরকারি জলাশয় থেকে এক মাটি কাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শহিদুল ইসলাম (৪০) গ্রামের মৃত শমসের আলী প্রামাণিকের ছেলে। ৩ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। তিনি পেশায় মাটি কাটা শ্রমিক ছিলেন। ১৪ বছর আগে উপজেলার আজগরা গ্রামের আজমিরা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু এখন পর্যন্ত এই দম্পতি নিঃসন্তান ছিলেন।
পারিবারিক সদস্যদের বরাত দিয়ে।
ওসি মোঃ আনিসুর রহমান জানান, শহিদুল ইসলাম ও আজমিরা খাতুন দম্পতি নিঃসন্তান ছিলেন। এ কারণে পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। কিছুদিন আগে এনায়েতপুর হাট সংলগ্ন একটি জমির অংশ বিক্রি করে দেন তিনি। এরপর গত সোমবার রাতে তিনি নিখোঁজ হন। আজ সকালে বাড়ির পাশের সরকারি জলাশয়ে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শ্বশুর নায়েব আলী বলেন, পারিবারিক কলহের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
ওসি মো. আনিসুর রহমান জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে দুটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে তা মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮