মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর-জামিরতা দক্ষিণপাড়া গ্রামে ১৪ই ডিসেম্বর (বুধবার) সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় ছোট্ট ছাপরা টিনের ঘরের আরার সাথে চাদর গলায় পেচিয়ে আত্মহত্যা করে। দীর্ঘ সময় ঘরটি বন্ধ থাকলে এবং রাবেয়াকে খুঁজে না পাওয়ায় ঘরের দরজার নিচ দিয়ে শিং কেটে মিম নামে এক ছোট্ট শিশু ঘরে প্রবেশ করে দরজা খুলে দেয় নিহতের মা ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে না পেয়ে চিৎকার শুরু করে।
স্বরেজমিনে গিয়ে এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, মোঃ নাজিম উদ্দিন মোল্লার মস্তিষ্ক ভারসাম্যহীন মেয়ে মোছাঃ রাবেয়া খাতুন (১৪) দীর্ঘদিন অসুস্থ ছিল। নিহত রাবেয়ার পিতা নাজিম উদ্দিন মোল্লা জানান, গত দু'বছর আমার মেয়ে অসুস্থ ছিল আজ সকালে মায়ের প্রতি অভিমান করে আত্মহত্যা করেছে।
আত্মহত্যার খবর পেয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর অপারেশন আব্দুল মজিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, আমরা লাশের সুরতহাল করেছি, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮