প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২২, ৮:০৮ পি.এম
উল্লাপাড়ায় গুলি করে রকেট এজেন্টের ৫ লক্ষ টাকা ছিনতাই।
![]()
মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তারিকুল ইসলাম মোবারক (৩২) নামে এক রকেট এজেন্টের পায়ে গুলি করে ৫ লক্ষ টাকা ছিনতাই করেছেন দূর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌকিদহ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুল উপজেলার সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি তেতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি এখন আশঙ্কামুক্ত তবে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ভাই মাহমুদুল হাসান মুন্না।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারিকুল। পথে শ্রীকোলা চৌকিদহ সেতুর পাশে পৌঁছালে একদল দূর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাঁর পায়ে গুলি করে। এরপর তাঁর কাছে থাকা ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
প্রত্যাক্ষদর্শী সুমন হোসেন জানান, গুলির শব্দ আর চিৎকার শুনে তিনিসহ আরও লোকজন এগিয়ে যান। এ সময় তারিকুলকে গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় দেখেন। এরপর আহত বেক্তিকে কপ উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যান।
এ নিয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। অপরাধীদের সনাক্ত করতে রাস্তায় থাকা বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২