
মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের তারাশে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো দির্ঘ দিন ধরে সবার চোখের আড়ালে শিক্ষা ভাতা আত্নসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
তার এক ছেলে অনন্ত কুমার মাহাতো খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে পড়ে এবং পুর্নিমা রানী নামে প্রতিবন্ধী এক মেয়ে রয়েছে, লেখাপড়া করে না। কিন্তু তিনি তার দুই সন্তানের নামে শিক্ষা ভাতা উত্তোলন করেন।
সংস্থাপন কর্মচারীদের বেতন বিলের শিট থেকে জানা গেছে, শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো চাকরিতে যোগদানের পর থেকে প্রতি মাসে ৫০০ টাকা শিক্ষা ভাতা আত্মসাৎ করেছেন।
অভিযোগ স্বীকার করে শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো বলেন, কর্তৃপক্ষ চাইলে আমি টাকা ফেরত দিয়ে দেব।
বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ মাহাতো বলেন, গত নভেম্বর মাসে আমরা শিক্ষা ভাতা উত্তোলনের বিষয়টি জানতে পারি। এরপর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো, আখতারুজ্জামান বলেন, ইতোমধ্যে তার মেয়ের শিক্ষা ভাতা বন্ধ করে দিয়েছি। অতিরিক্ত টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ফেরত দিতে বলা হয়েছে।