মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ,আমরা অবৈধ পার্লামেন্টের বিলুপ্তি দাবী করছি। একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করার জন্য সরকারের কাছে আহবান করেছি। আমরা আবেদন করছি আপনারা শীঘ্রই পদত্যাগ করুন এবং মানুষের ভোটাধিকার ফেরত দিন। এই সরকার একের পর এক মানবাধিকার লঙ্ঘন করছে। যা দেশ-বিদেশে নিন্দনীয় হচ্ছে। সরকার নিন্দনীয় হলেও আমরা লজ্জা পাচ্ছি এই দেশের জনগণ হিসেবে। এর জন্য বাংলাদেশ দায়ী নয় বাংলাদেশের জনগণ দায়ী নয় এর জন্য ফ্যাসিবাদী সরকার দায়ী।
তিনি বলেন সবচেয়ে করুন দৃশ্য হচ্ছে আলী আজমের মা মারা গেল, এরপর প্যারোলে সে জানাজায় আসলেন কিন্তু মায়ের কবরে নামতে পারলেন না। এটা অমানবিক, সে চোর কিংবা ডাকাত না। তবুও ডান্ডা-বেড়ি পড়েই মায়ের জানাজা পড়ালেন। এটি চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ডান্ডাবেড়ি পড়া মায়ের জানাজায় অংশ নেয়া কারাবন্দি বোয়ালী ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলী আজম খাঁনের নিজ বাড়ি পাবুরিয়াচালা এসে পরিবারকে সমবেদনা জানাতে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কালিয়াকৈরে আগমনের সংবাদে জেলা-উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পদচারণায় এলাকায় উৎসবমুখর হয়ে উঠে। প্রতিনিধিদল কারাবন্দি বিএনপি নেতা আলী আজম খাঁনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং কিছু সময় কাটান। তার স্ত্রীর হাতে আর্থিক অনুদান তুলে দেন। একপর্যায়ে আলী আজমের মায়ের কবর জিয়ারত করেন।
প্রতিনিধি দলের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম,ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মো. মজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক রিযাজুল হান্নান, কেন্দ্রীয় কৃষক দলের ভাইস চেয়ারম্যান সাবেক ভিপি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮