মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ২০২৩ উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ময়দানের উত্তর-পূর্ব কোণে স্থাপিত টিনশেড মসজিদ সংলগ্ন স্থানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিশ্ব ইজতেমা শতভাগ সফল করতে সব ধরনের প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ময়দানের চারপাশে মুসুল্লিদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস সহ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ময়দানের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মাহবুব-উজ-জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, করোনা সংক্রমণ এখনো শেষ হয়ে যায়নি। চীন ও ভারতে করোনা সংক্রমণ আবারো বাড়ছে। কোভিট পরিস্থিতি মাথায় রেখে অর্থাৎ স্বাস্হ্যবিধি মেনে মুসুল্লি সহ সবাইকে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার থেকে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্হা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া স্পেশালাইজ টিমসহ সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
বিশ্ব ইজতেমা প্রথম পর্ব ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং চারদিন বিরতির পর দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, প্রথমপর্বের ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি প্রকৌশলি মাহফুজ হান্নান, প্রকৌশলী মেজবাহ উদ্দিন, মোহাম্মদ সেলিম, মুফতি আমানুল্লাহ, দ্বিতীয়পর্বের শীর্ষ মুরব্বি ড. মোহাম্মদ আব্দুস সালাম, প্রকৌশলী শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ, ড. মোহাম্মদ রেজাউল করিম, হাজী মনির হোসেন প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮