মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে পৌষের মাঝামাঝি হঠাৎ কয়েকদিন যাবত প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় সাধারণ মানুষ যেন অস্থির হয়ে পড়েছে । এরই মধ্যে শীতের তীব্রতার কারণে কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুর থেকেই বিকেল পর্যন্ত শীতের গরম কাপড় কেনার হিড়িক পড়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহে পরিণত হওয়ার সাথে শুরু হয়েছে শীত। দিনের বেলায় মাঝে মাঝে মেঘাচ্ছন্ন ও কুয়াশার ভাব কাটিয়ে সূর্যের আলো উকি দিচ্ছে। শীতের হাত থেকে আগাম রক্ষা পেতে মানুষ গরম উষ্ণতার ছোঁয়া পেতে গরম জামা কাপড় কিনতে বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন।
কালিয়াকৈর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক সহ বিভিন্ন মার্কেটের বস্ত্র বিতানে শীতের কম্বল, জ্যাকেট, সোয়েটার, কার্ডিগান, চাদর, টুপি, মোজা, কানটুপিসহ শরীর গরম রাখার বিভিন্ন ধরনের পোষাক কিনছেন ক্রেতারা। এছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজার কিংবা রাস্তার পাশে ফুটপাতের দোকাগুলোতে স্বল্পমূল্যে গরম কাপড় কেনার হিড়িক পড়েছে।
বিশেষ করে গোলাম নবী হাই স্কুল মাঠে সাপ্তাহিক হাট শুক্রবারে শতাধিক দোকান শীতের গরম কাপড়ের পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে। দোকানে নারী ও পুরুষরা শিশুদের জ্যাকেট, হাত মোজা-পা মোজা, কানটুপি ও মাথার টুপি কিনতে ভিড় জমাচ্ছেন। ১০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় ও ছোটদের বিভিন্ন আকার ও সাইজের রকমারি সব শীতের পোষাক।
আলেয়া বেগম ( ৩৫), জেসমিন আক্তার(৩২),. মাহবুবুল আলম(৪৫), আলী হোসেন(৫০) সহ বেশ কয়েকজন ক্রেতা জানান, বাড়ির শিশু ও বয়স্কদের শীতের হাত থেকে বাঁচাতে ও তাদের শীতকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য গরম কাপড় নিচ্ছি।
গোলামনবী হাইস্কুলের মাঠে প্রতি শুক্রবার আগাম শীতকে সামনে রেখে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। সীমিত লাভে শীতের এসব পোষাক কিনতে পারায় এখানে হাজারো নারী পুরুষের সমাগম হচ্ছে । কম দামে পছন্দের শীতের পোষাক কিনতে পেরে ক্রেতারা যেমন খুশী। তেমনি বিক্রি বেড়ে যাওয়ায় দোকানীরাও বেজায় খুশি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮