রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নানা আয়োজন, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগ। বুধবার ৪ জানুয়ারি) সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা ও সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ ও সাধারণ সম্পাদক শেখ মাসুম।
আবু ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় জাতীয় সংগীত ও দলীয় সংগীত সমস্বরে গাইতে থাকে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে কলেজ মুক্তমঞ্চে মোহমোহ স্লোগানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে জন্মদিন উদযাপন করে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজের প্রিন্সিপাল হাফিজুর রহমান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাস, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তাওলাদ হোসেন ভূঁইয়া, সাবেক জিএস দুলাল,এজিএস সোহাগ, ফজলে রাব্বী,এজিএস আশিক, হাসান প্রমুখ। সভায় বক্তারা বলেন কলেজ ছাত্রলীগের সভা বাংলা ও বাঙালি জাতির ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে বাংলাদেশ ছাত্রলীগের নামটি জড়িত। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতার হাত ধরে সংগঠনের জন্মের পর থেকেই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রসহ সকল আন্দোলনে সঙ্গে মিশে আছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের আত্মত্যাগ। তাই আজকের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল শহীদ ছাত্রলীগ নেতাকর্মীর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
পরে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও মোনাজাত করেন কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮