মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
টানা কয়েকদিন শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কনকনে ঠাণ্ডাশীত অনুভূত হচ্ছে। যার কারণে এ এলাকার মানুষেরা শীত নিবারনের জন্য সাধ্য অনুযায়ী গরম কাপড় কিনতে মার্কেট, বিপনী বিতানসহ বিভিন্ন জায়গাতে ভিড় জমাচ্ছে। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ ভিড় জমাচ্ছে রাস্তার পাশে ফুটপাতে ও খোলা জায়গায় বসা গরম কাপড়ের দোকানে।
গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কালিয়াকৈর হাট, পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড, চন্দ্রা ত্রি -মোড় বাসস্ট্যান্ড ও সফিপুর এলাকায় সরজমিনে ঘুরে দেখা গেছে, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের পরিবার সদস্যদের জন্য ফুটপাতে বসা স্বল্পমূল্যে দোকান থেকে বেছে বেছে গরম কাপড় কিনে নিচ্ছেন। আর যারা উচ্চবিত্তবান রয়েছেন তারা বিভিন্ন মার্কেট ও বিপনি বিতান থেকে তাদের পছন্দ মতো শীতের জন্য গরম কাপড় ক্রয় করছেন। কালিয়াকৈর হাটে গরম কাপড় কিনতে আসা চাপাইর এলাকার কৃষক নাজিমুদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, এবছর প্রচুর শীত পড়েছে। দরিদ্র পরিবার নিয়ে বাস করি। দিনের বেলায় শীত সহ্য হলেও রাতে আর সহ্য হয় না। গরিব হলেও শীত তো আর গরীবমানে না। তাই আজ শুক্রবার কালিয়াকৈর হাটের দিন বাজার রোড ও হাইস্কুল মাঠে ফুটপাতে বসা গরম কাপড়ের দোকান থেকে নিজের জন্য ও পরিবারের সবার জন্য শীতের কাপড় কিনেছি। মার্কেটে গেলে বেশী টাকা লাগবে তাই হাটে থেকে ফুটপাত থেকে শীতের কাপড় কিনেছি।
পূর্ব চান্দুরা এলাকার দিনমজুর হাসমত আলী জানান, দেশের বাড়ি সিরাজগঞ্জ। আগে তাঁতের কাজ করে সংসার চালিয়েছি। তাঁত কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন চন্দ্র এলাকায় কামলা দিয়ে খেয়ে না খেয়ে কোনমতো সংসার চালাই। এবার যে শীত পড়ছে তাতে শীতের পোশাক ছাড়া কুলান কঠিন হয়ে গেছে। তাই হাওলাত- বরাত করে শীতের পোশাক কিনতে এসেছি। মার্কেট থেকে কেনার সাধ্য না থাকায় ফুটপাত থেকে কিনে নিয়ে যাচ্ছি।
সফিপুর বাজারে ফুটপাতে বসা শীতের গরম কাপড় বিক্রেতা আব্দুল আলিমের সঙ্গে কথা হলে তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর ক্রেতা বেশী। বেচা-বিক্রি বেশ ভালো হচ্ছে। আমাদের কাছ থেকে গরীব মানুষেরা বেশী কাপড় চোপড় কিনতে আসে। গরম কাপড় বিক্রেতা জামাল হোসেন জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের গরম কাপড়ের চাহিদা বেড়ে গেছে। গত কয়েক বছরে যা বেচা-বিক্রি করেছি। এবছর আল্লাহর রহমতে বেশী হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮