মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
বিশ্বে ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মহা-সমাবেশ তাবলীগ জামাত গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্বে মোট ৪ মুসল্লির মৃত্যু হলো। তারা অচেতন ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাতের১১টার মধ্যে তাদের মৃত্যু হয়। বিশ্ব ইজতেমায় ২০২৩ সালের প্রথম পর্বের আরও ৭ জন সহ মোট ১১ জন মুসুল্লি মৃত্যু বরণ করেছেন।
দ্বিতীয় পর্বে মৃত্যুবরণকারী মুসল্লিরা হলেন- গাইবান্ধা জেলার শুক্কুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকা জেলার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫) ও ঢাকা জেলার গুলিস্তান- বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান উদ্দিন (৪৮)।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার এশার নামাজের সময় খিত্তায় বসে জিকির করা অবস্থায় আব্দুল হান্নান অজ্ঞান হয়ে গেলে সেখানেই তিনি মারা যান। ব্যবসায়ী বোরহান রাত ১১টায় ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হলে তিনি খিত্তায় অবস্থান করা অবস্থায় মারা যান এবং সন্ধ্যায় গাইবান্ধার শুক্কুর মন্ডল মারা যান। এ ছাড়া একইদিন ভোরে সাভারের শিমুলতলি এলাকার মফিজুল ইসলাম মারা যায়।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে আরও ৭ জন মুসুল্লি মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার বংশাল আলাউদ্দিন রোড এলাকার সমীর উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৭১),খুলনা জেলার ডুমুড়িয়া থানার মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০),চট্টগ্রাম জেলার রাউজান থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০),নরসিংদী জেলার মনোহরদী থানার মাছিমপুর এলাকার রহমাতুল্লাহের ছেলে হাবিবুর রহমান (৭০),ঢাকা যাত্রাবাড়ি এলাকার আক্কাস আলী (৫০),সিলেট জেলার নুরুল হক (৬৫) ও গাজীপুরের আবু তৈয়ব (৯০)।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮