
বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।
সুইডেনে প্রকাশ্যে পবিত্র কুরআন অবমাননা করার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হল গেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা বলেন,”পৃথিবীর মুসলিমরা এখনো মরে যায়নি,বিশ্বের সব মুসলিম এক সুতোয় গাঁথা। কুরআন যেহেতু আল্লাহ অবতীর্ণ করেছেন-এর সংরক্ষণ ও তিনি করবেন। যে কুলাঙ্গার কুরআনকে অপমান করেছেন তার উপর গজব পড়বে।”
তারা আরো বলেন,”বর্তমান শিক্ষানীতিতে বিবর্তনবাদের স্থান দেওয়া হয়েছে। অথচ মানুষ আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব। যারা নিজেদেরকে বানর পরিচয় দেয় তারা সভ্য জাতি হতে পারেনা। তাদেরকে শিক্ষানীতি থেকে বাদ দিতে হবে। পাঠ্য বইয়ে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করে মুসলিমকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালানো হচ্ছে। কিন্তু তা কখনো সম্ভব নয়। এই প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য সবাইকে সোচ্চার হতে হবে।”
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা প্রেমের নামে অশ্লীল কাজ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানান তারা।

















