মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর মহানগর এলাকায় বিষক্রিয়ায় একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় গুরুতর অসুস্থ আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- আশা মনি (৬) ও তার ছোট বোন আলিফা আক্তার (দেড়বছর)। নিহতদের বাবার নাম আশরাফুল ইসলাম। পরিবার নিয়ে সালনা ইপসা গেট এলাকায় এরশাদের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।
বিষক্রিয়ায় অপর শিশু সিয়াম (৬ মাস) গুরুতর অসুস্থ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পিতার নাম হিরা মিয়া। তিনিও ওই একই বাড়ির মালিকের বাসায় ভাড়া থাকেন।
নিহতদের বাবা আশরাফুল ইসলাম বলেন, ইপসা গেইট এলাকায় সাইফুলের দোকান থেকে পেটিস এবং কেক কিনে দিয়েছিলেন দুই শিশুকে। কিছুক্ষণের মধ্যেই তার বড় মেয়ে আশামনি অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। একই সময় শিশু আলিফাও অসুস্থ হয়ে পড়ে তাকেও একই হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের ভাড়াবাসার অপর শিশু সিয়াম অসুস্থ হয়ে পড়ে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতলে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় দুটি শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ খায়রুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সদর থানার উপপরিদর্শক এহতেশাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮