
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি বড় চাপাতি, একটি ছোট চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মরকুন টিএন্ডটি টঙ্গী-কালীগঞ্জ সড়কের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর টঙ্গী মাছিমপুর নজরুলের বস্তির ভাড়াটিয়া হাসেম সরকারের পুত্র মেহেদী হাসান জয় (২০), মহানগরীর টঙ্গীর মরকুন মধ্যপাড়ার ভাড়াটিয়া বাবুল খানের ছেলে মো. সাব্বির খান (২২), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার হলিকান্দা এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র মো. সুমন (১৮)।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, সোনা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় টঙ্গী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

















