
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
“সুন্দর এই পৃথিবী চোখ ছাড়া অন্ধকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হারানো চোখের আলো ফিরিয়ে দিতে বিনামূল্যে কাজ করছে জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। এ ট্রাস্টের অর্থায়নে প্রতি বছর জগন্নাথপুর উপজেলা সহ বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হয়
। এরই অংশ হিসেবে এবার জগন্নাথপুর উপজেলার পৃথক স্থানে হাজারো রোগীকে চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে।
এর মধ্যে গত সোমবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান শাহ শাহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক মিয়া জিলু, ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, জয়েন্ট ট্রেজারার সাহাব আলী প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে দিন ব্যাপী ৫০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসাপাতাল এর বিশেষজ্ঞ ডাক্তার টিম। সহযোগিতা করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন তরুণ সমাজকর্মীগণ। এতে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে বেজায় খুশি হন দরিদ্র পরিবারের উপকারভোগী রোগীরা। তারা ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রবাসী ট্রাস্টি বন্ধুদের জন্য দোয়া ও দীর্ঘায়ূ কামনা করেন

















