
রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেলের ১১ তলার ব্যালকনি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ।
নিহতর নাম হাসান শাহীন (৪৮)।
সোমবার রাতে ফকিরাপুলের রহমানিয়া আবাসিক হোটেল থেকে এই মরাদেহ উদ্ধার করা হয়।
মতিঝিল থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রথমে নিহতর পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিংগারপ্রিন্ট শনাক্ত করে নিহত শাহীনের স্বজনদের খবর দেয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি একটি আত্মহত্যা।
পুলিশ জানায় ২০ তলা থেকে লাফ দেওয়ায় নিচে না পড়ে শাহিন ওই ব্যালকনিতে পড়েন।
নিহত শাহীন গুলশানে ভাইয়ের বাসায় থাকতেন।
ওসি আরো বলেন, শোনা যাচ্ছে তিনি শেয়ার ব্যবসায়ী ছিলেন। হয়তো হতাশাগ্রস্থ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে ময়নাতদন্তর রিপোর্ট না আসা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের জন্য হাসান শাহীনের মরাদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।























