
মো. ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদের অবকাঠামো উন্নয়ন তহবিলের চার বছরে ( ২০১৯-২০২৩) খাতওয়ারি অর্থ বরাদ্দের উন্নয়নমূলক কাজ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.কামাল উদ্দিন সিকদার। উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, সাংবাদিক অধ্যাপক মুকুল কুমার মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, শিক্ষক প্রতিনিধি তোফাজ্জল হোসেন রানা, ইউ,পি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন আহসান প্রমুখ।
অবহিত করণ সভায় কালিয়াকৈর উপজেলায় চার বছরের খাতওয়ারি অর্থ বরাদ্দের বিবরণ তুলে ধরা হয়। মোট পাঁচটি খাতে যেমন-স্বাস্হ্য,শিক্ষা, কৃষি, পল্লী উন্নয়ন ও আর্থ সামাজিক, যোগাযোগ ও ভৌত অবকাঠামো খাতে মোট ২৮৯ টি প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৭১ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৮৫ টাকার মধ্যে ব্যয়িত অর্থের পরিমাণ ৪৫ কোটি৷ ৫২ লাখ ৩৩ হাজার ৫৯৪ টাকা।