মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার ।।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা, মহানগর ও উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার দুপুরে এ পদযাত্রার কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গাজীপুর জেলা শহরেরর রাজবাড়ি রোডে বিএনপির কাযালয়ের সামনে কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, সারা দেশে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে। সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের কথা বলে এক তরফা নির্বাচন করে যাচ্ছে। এই সরকারের অধীনে কোনো ভাবেই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই সরকার পতনের দাবি যতোক্ষণ না পূরণ হবে ততোদিন আমাদের আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান , বিএনপির সহ- শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খাঁন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার
প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর বিএনপির সভাপতি ভিপি মো. হেলান উদ্দিন, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম সহ উপজেলা, মহানগর ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল থেকে পদযাত্রায় অংশ নিতে গাজীপুরের বিভিন্ন উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। দলীয় কার্যালয় থেকে চান্দনা চৌরাস্তা প্রায় ৫ কিলোমিটার হাজার হাজার নেতা -কর্মীরা রংবে রঙের ফেস্টুন, গেঞ্জি , ব্যানার নিয়ে ও ক্যাপ পড়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন করেন। হাজার হাজার
নেতাকর্মীদের দলীয় সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে । গাজীপুর সদর, জয়দেবপুর , শিববাড়ি সড়ক হয়ে বিভিন্ন রাস্তায় যানচলাচল ধীরগতির ও বন্ধ হয়ে যায়। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮