এইচ এম সালাহ উদ্দীন কাদের।।
ইয়াবা পাচারের মামলায় কক্সবাজারে রোহিঙ্গাসহ দুই জনের যাবজ্জীবন।
কক্সবাজারে ১৫ হাজার ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে দন্ডপ্রাপ্ত উভয় আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- কক্সবাজার পৌরসভার পেতা সওদাগরপাড়ার মুহাম্মদ আবদুস শুক্কুরের পুত্র মুহাম্মদ সিরাজুল মোস্তফা (২৩) ও উখিয়া উপজেলার ১১- ইস্ট রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক-১৮ এর মুহাম্মদ সিদ্দিকের পুত্র মুহাম্মদ হাসান (২২)।
আদালতটির বেঞ্চ সহকারী প্রণব কান্তি শর্মা এই রায়ের তথ্য জানিয়েছেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট শওকত বেলাল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮