
স্টাফ রিপোর্টার
ভোলা।।
ভোলার লালমোহনে উপজেলা কৃষক লীগের সভাপতি ও লালমোহন বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মোখলেছ বকসী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাগরিবের নামাজ পরে বাসা থেকে বের হলে তার বাসার কাছে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা এ হামলার ঘটনা ঘটান বলে জানা গেছে।
হামলার শিকার হয়ে গুরুতর আহত উপজেলা কৃষকলীগের সভাপতিকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেও তার অবস্থার অবনতি দেখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বুধবার ভোর ৪ টার দিকে আহত মোখলেছ বকসীর জ্ঞান ফিরে তার আত্মীয়-স্বজনদের জানান, নামাজ পরে বাসা থেকে বের হলে বাসার কাছে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে হামলা করে। এ সময় তাহার সাথে থাকা ৩৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় ওই দুর্বৃত্তরা বলে জানান তিনি।
আহত মোখলেছ বকসীর ছেলে রায়হান জানান, আমার বাবা আমাদের আড়ত এর মাল কেনার জন্য মঙ্গলবার সন্ধ্যায় নামাজ পড়ে বাসা থেকে টাকা নিয়ে বের হয়। পরে দুর্বৃত্তরা বাবাকে বাড়িতে ঢোকার রাস্তায় হঠাৎ করে পেছন থেকে রড দিয়ে হামলা করে, এ সময় শরীরের বিভিন্ন অংশে পিটানো হয়। পরে সঙ্গে থাকা প্রায় ৩৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলেও জানান ছেলে রায়হানও।
ছেলে রায়হান আরও জানান, বুধবার ভোর ৪ টার সময় বাবা জ্ঞান ফিরলে বাবা আমাদেরকে এই বিষয় গুলো জানিয়েছে। আহত অবস্থায় বাবাকে পেয়ে আমরা মনে করেছি তিনি স্টক করেছেন। কিন্তু পরবর্তীতে তাহার জ্ঞান ফেরার পরে তিনি প্রকৃত ঘটনা আমাদেরকে খুলে বলেন।
বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে। আমার বাবা সুস্থ হলে অবশ্য’ই আমরা আইনের আশ্রয় নেব।

















