
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত মানবিক মানবগণের অর্থায়নে ৭০ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত ধর্মপাশা বৈদিক সামাজিক সংগঠনের কার্যলয়ে এই বস্ত্র বিতরণ করা হয়। ধর্মপাশা বৈদিক সামাজিক সংগঠন এই বস্ত্র বিতরণের আয়োজন করে।
এউপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হোসেন রোকন। তিনি বক্তব্যকালে তার ব্যক্তিগত তহবিল থেকে এই সংগঠনকে ৫০ হাজার টাকা অনুদান দিবেন বলে আসস্ত করেন।
ধর্মপাশা বৈদিক সামাজিক সংগঠনের সভাপতি দুলাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম চন্দ্র শীল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দিরের সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী বানু, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতিন্দ্র চন্দ্র সরকার, ধর্মপাশা উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি সুশীল চন্দ্র সরকার, নেতা দেব দুলাল তালুকদার, ধর্মপাশা সরাকারি ডিগ্রী কলেজের প্রভাষক সুভাষ চন্দ্র সরকার, ধর্মপাশা বৈদিক সামাজিক সংগঠনের সদস্য দিপক সরকার, খাইরুল ইসলাম, রাসেল চৌধুরী, তাজ উদ্দিন। উপস্থিত ছিলেন রজত সরকার, বিপুল দাস, সুমন সরকার, নয়ন শীল, প্রমু।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ধর্মপাশা বৈদিক সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা রতিলাল সরকার।